Ads 468x60px

Friday, 8 June 2012

"আধা-পাগল" (Bangladesh Cricket Team Fan Club)

বাংলাদেশ দলের কোচের পদে পাইবাসকেই প্রথম পছন্দ বিসিবির। আর পাইবাস দেশে ফেরার আগে বিসিবিকে জানিয়ে দিয়ে গেছে দেশে গিয়ে পরিবারের সাথে আলোচনা করে তার সিদ্ধান্তের কথা জানাবেন। বিসিবির কাছ থেকে সাত দিনের সময় চেয়ে নিয়েছে বর্তমানে দক্ষিন আফ্রিকায় অবস্থান করা পাইবাস। সে হিসেবে আগামীকালই জানা যাবে বাংলাদেশ দলের কোচ হবেন কিনা তা।

আগামীকালের মধ্যে যদি ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে বাকী কোচদের সাথে যোগাযোগ করবে বিসিবি। “আমরা এখনও পাইবাসের উত্তর জানার অপেক্ষায় আছি। সে সাত দিনের সময় চেয়েছে। আশা করছি তার কাছ থেকে ইতিবাচক সাড়াই পাব। যদি শনিবারের মধ্যে সেটা না পাওয়া যায় তাহলে অন্য অপশনে যাব আমরা।’ বিসিবি পরিচালক জালাল ইউনুসের বিশ্বাস, পাইবাসের কাছ থেকে উত্তর আসবে খুব শিগগিরই।

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text