৯ জুলাই ২০১১-তে শুরু হয়েছিল আমাদের পথচলা। নিতান্তই ছেলেমানুষি খেয়ালে গড়ে
তোলা এই পেজটি আপনাদের সহযোগিতা এবং ভালবাসায় আজ চলে এসেছে এতোটা দূর।
একজন, দুজন করে আজ আমাদের সাথে জড়িয়ে গেছেন প্রায় ৩২ হাজার মানুষ। আগামী ৯
জুলাই আপনাদের+আমাদের প্রিয় “ভালবাসা এবং কিছু আবেগের গল্প”-এর ১ম জন্মদিন।
বিশেষ এই দিনটা কিছুটা বিশেষভাবেই উদযাপন করতে চাই আপনাদের সাথে। এজন্যই
আমরা আয়োজন করতে যাচ্ছি “১ম বর্ষপূর্তির বিশেষ গল্প লেখা প্রতিযোগিতা।”
প্রতিযোগিতার জন্য গল্প পাঠানোর শেষ তারিখ ২০ জুন ২০১২. আপনাদের পাঠানো গল্প থেকে বিচারকরা বাছাই করবেন সেরা ১০টি গল্প। ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত এই গল্পগুলো পেজে দেওয়া হবে। এই ১০টি গল্প থেকে সেরা গল্পটি বাছাইয়ের ক্ষেত্রে ৫০% মার্ক দেওয়া হবে পাঠকদের ভোট (লাইক) থেকে এবং ৫০% মার্ক থাকবে বিচারকদের হাতে। আর পাঠকদের ভোট এবং বিচারকদের নম্বর থেকে বাছাইকৃত বিজয়ী গল্পটির লেখকের জন্য থাকবে পেজের পক্ষ থেকে পুরস্কার।
এবারের প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীতে থাকছেন-
→ব্লগার রিয়েল ডেমোন (হাফিজুর রহমান রিক)
→ব্লগার নীরব ০০৯ (কৃষ্ণ কুমার গুপ্তা)
→ব্লগার মেঘ_মেঘা (Ipshita Ishika)
→বর্ষণ অপ্সরী (তিশা বিশ্বাস)
কিছু নিয়মাবলীঃ
→গল্প পাঠাতে হবে abegmoyvalobasha@gmail.com এই ইমেইল এড্রেসে অথবা পেজের ইনবক্সে অথবা http://www.facebook.com/ valobasa.abegmoy এই আইডিতে।
→প্রতিযোগিতার জন্য পাঠানো গল্পের উপর অবশ্যই উল্লেখ করতে হবে “১ম বর্ষপূর্তির বিশেষ গল্প লেখা প্রতিযোগিতা।” না হলে গল্পটি প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।
→বাছাইকৃত কোন গল্প যদি অন্য কোন পেজে প্রকাশিত হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে।
→২০ জুনের পরে আর কোন গল্প প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে না।
বি.দ্র. যে লেখাগুলো সেরা ১০-এর ভেতর আসবে না, সেগুলো প্রকাশযোগ্য হলে পর্যায়ক্রমে পেজে প্রকাশ করা হবে।
ধন্যবাদ...
প্রতিযোগিতার জন্য গল্প পাঠানোর শেষ তারিখ ২০ জুন ২০১২. আপনাদের পাঠানো গল্প থেকে বিচারকরা বাছাই করবেন সেরা ১০টি গল্প। ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত এই গল্পগুলো পেজে দেওয়া হবে। এই ১০টি গল্প থেকে সেরা গল্পটি বাছাইয়ের ক্ষেত্রে ৫০% মার্ক দেওয়া হবে পাঠকদের ভোট (লাইক) থেকে এবং ৫০% মার্ক থাকবে বিচারকদের হাতে। আর পাঠকদের ভোট এবং বিচারকদের নম্বর থেকে বাছাইকৃত বিজয়ী গল্পটির লেখকের জন্য থাকবে পেজের পক্ষ থেকে পুরস্কার।
এবারের প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীতে থাকছেন-
→ব্লগার রিয়েল ডেমোন (হাফিজুর রহমান রিক)
→ব্লগার নীরব ০০৯ (কৃষ্ণ কুমার গুপ্তা)
→ব্লগার মেঘ_মেঘা (Ipshita Ishika)
→বর্ষণ অপ্সরী (তিশা বিশ্বাস)
কিছু নিয়মাবলীঃ
→গল্প পাঠাতে হবে abegmoyvalobasha@gmail.com এই ইমেইল এড্রেসে অথবা পেজের ইনবক্সে অথবা http://www.facebook.com/
→প্রতিযোগিতার জন্য পাঠানো গল্পের উপর অবশ্যই উল্লেখ করতে হবে “১ম বর্ষপূর্তির বিশেষ গল্প লেখা প্রতিযোগিতা।” না হলে গল্পটি প্রতিযোগিতার জন্য গণ্য হবে না।
→বাছাইকৃত কোন গল্প যদি অন্য কোন পেজে প্রকাশিত হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে।
→২০ জুনের পরে আর কোন গল্প প্রতিযোগিতার জন্য পাঠানো যাবে না।
বি.দ্র. যে লেখাগুলো সেরা ১০-এর ভেতর আসবে না, সেগুলো প্রকাশযোগ্য হলে পর্যায়ক্রমে পেজে প্রকাশ করা হবে।
ধন্যবাদ...
No comments:
Post a Comment